
মীম সাকিন শিক্ষা
মীম সাকিন কাকে বলে?( Meem Saakin Definition)
জযমযুক্ত মীমকে( م ) মীম সাকিন বলে।অর্থাৎ যে মীমের ওপর জযম ( ٨ ٫) থাকে তাকে মীম সাকিন বলে।
মীম সাকিন তিন প্রকার।(meem saakin rules)
যথা-
- ইদগামের হরফ একটি : م
- ইখফার হরফ একটি : ب
- ইযহারের হরফ ছাব্বিশটি : م এবং ب ব্যতীত বাকি সবগুলি।

ইদগাম (বাগুন্নাহ)
মীম সাকিনের পরে ইদগামের হরফ “মীম (م)” আসলে প্রথম মীমটিকে দ্বিতীয় মীমটির সঙ্গে সংযুক্ত করে গুন্নাহ করে পড়তে হয়।যেমন- وَهُمْمُّهْتَدُوْنَ
এখানে মীম সাকিনের পরে ইদগামের হরফ মীম (م) আসায় মীম সাকিনকে ইদগাম করে গুন্নাহ সহকারে পড়তে হবে। যেমন- ওয়াহুম-মুহতাদূনা।
ইখফা
মীম সাকিনের পরে ইখফার হরফ “বা(ب )” আসলে মীম সাকিনকে নাকের বাঁশিতে গোপন করে গুন্নাহর সাথে পড়তে
হয়।যেমন- وَمَاهُمْ بِمُواْمِنِيْنَ
মীম সাকিনের পরে ইখফার হরফ বা(ب ) আসায় মীম সাকিনকে নাকের বাঁশিতে গোপন করে গুন্নাহর সাথে পড়তে
হবে। যেমন- ওয়ামাহুম-বিমু'মিনীনা।
ইযহার
ইযহারের হরফ ছাব্বিশটি।যথাঃ

মীম সাকিনের পরে ইযহারের ২৬ হরফের কোনো একটি হরফ আসলে মীম সাকিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করে পড়তে হয়।যেমন- عَلَيْهِمْ وَلَاا لضَّآلِّيْنَ
মীম সাকিনের পরে ইযহারের ২৬ হরফের এক হরফ ওয়াও (و) আসায় মীম সাকিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করে পড়তে
হবে। যেমন-আলাইহিম ওয়ালাদ্দ_ল্লীনা।
ভিডিও
0 Comments