তামীজে হরফ (সহীহ কুরআন শিক্ষা পার্ট- 3)


তামীজে হরফ
 

 তামীজে হরফ

 

তামিজের হরফ কী?

তামিজ আরবী শব্দ যার বাংলা অর্থ হচ্ছে পার্থক্য বা ব্যবধান।তামিজের হরফ বলতে,  কাছাকাছি নামের এমন দুটি হরফ যেগুলোর একটি হরফ  উচ্চারণ করলে আরেকটি হরফ বুঝিবার  আশঙ্কা থাকে,এমন দুটি হরফের নাম ভালোভাবে পার্থক্য করাকে বুঝায়। (arbi shikkha in bangla)

 কতিপয় হরফের পার্থক্য

ত্ব(ط)-মোটা উচ্চারণ
তা(ت)-চিকন উচ্চারণ
হা(ح)-হলকের মধ্যখান হতে আওয়াজকে চাপাইয়া উচ্চারণ
হা(ه)-হলকের শুরু হতে সহজ আওয়াজে উচ্চারণ
জীম(ج)-শক্ত এবং মজবুত আওয়াজে উচ্চারণ
যা(ز)-পাখির মতো চি চি আওয়াজে উচ্চারণ
ছ্বদ(ص)-মোটা উচ্চারণ সীন(س)-চিকন উচ্চারণ ছা(ث)-নরম উচ্চারণ
দ্বদ(ض)জিহ্বার গোড়া হতে মোটা আওয়াজে উচ্চারণ জ্ব(ظ)-জিহ্বার আগা হতে মোটা আওয়াজে উচ্চারণ দাল(د)জিহ্বার আগা হতে পাতলা আওয়াজে উচ্চারণ
জ্ব(ظ)-মোটা উচ্চারণ 
যাল(ذ)-চিকন উচ্চারণ
ক্বফ(ق)-মোটা উচ্চারণ
কাফ(ك)-চিকন উচ্চারণ 
ওয়াও(و)-দুই ঠোঁট গোল করে উচ্চারণ  বা(ب)-দুই ঠোঁটের ভিজা জায়গা হতে উচ্চারণ  মীম(م)-দুই ঠোঁটের শুকনা জায়গা হতে উচ্চারণ 

আমার প্রথম পোস্টটি আপনারা পড়েছেন কি না জানিনা পড়লে হয়ত মনে থাকবে সেখানে বলেছিলাম যাল(ذ) আর যা(ز) এর উচ্চারণ কি আপনাদের কাছে একই রকম লাগে কি না ।সেগুলোর উপরে নিচে হরকত দিয়ে যদি একই রকম উচ্চারণ লাগে তাহলে ভেবে দেখুনতো মহান আল্লাহ তা'য়ালা তাহলে দুইটি হরফ কেন দিলেন ।এখানেতো একটি হরফই যথেষ্ট ছিল।

Read More

আমরা যদি এই হরফগুলোকে ভুল জায়গা থেকে উচ্চারণ করি তাহলে সেই শব্দের অর্থ বদলে যায়। যেমন- আমরা যদি  আলহামদুলিল্লাহ (ٱلْحَمْدُ لِلَّٰهِ) বলার সময় হা(ح) এর জায়গায় হা(ه) বলে দেই তাহলে এর অর্থ সম্পূর্ণরূপে বিকৃত হয়ে যায়।(quran shikkha)

আলহামদুলিল্লাহ (ٱلْحَمْدُ لِلَّٰهِ) অর্থ সকল প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য আর আলহামদুলিল্লাহ (ٱلْهَمْدُ لِلَّٰهِ) অর্থ সকল নিন্দা মহান আল্লাহ পাকের জন্য নাউযুবিল্লাহ।

Read More

এই ছোট একটি শব্দের উচ্চারণের ভুলে অর্থের যদি এরকম পরিবর্তন হয় তাহলে ভেবে দেখুন নামাজে , কুরআন তেলাওয়াতে যে শত শত ভুল হচ্ছে সেগুলোর জন্য আল্লাহ পাক নেকির পরিবর্তে যদি গুনাহ দিয়ে দেন !!তাই আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে তাজবীদ ও তারতীল সহকারে। (সহজ বাংলা কোরআন শিক্ষা)

ভিডিও

 


(সহীহ কুরআন শিক্ষা পার্ট- 1 link)

(সহীহ কুরআন শিক্ষা পার্ট-2 link )


Post a Comment

0 Comments