ওয়াজিব গুন্নাহ শিক্ষা।Wajib Ghunnah (সহীহ কুরআন শিক্ষা পার্ট- 5)

 ওয়াজিব গুন্নাহ শিক্ষা



গুন্নাহ কত প্রকার?(Types of Ghunnah)

কুরআন শরীফে তিন প্রকারের গুন্নাহ আছে। যথা-

১। ওয়াজিব গুন্নাহ

২। নূনে সাকিন ও তানভীনের গুন্নাহ 

৩। মীমে সাকিনের গুন্নাহ

আজ আমরা ওয়াজিব গুন্নাহ সম্পর্কে জানবো। পরবর্তীতে নূনে সাকিন ও তানভীনের গুন্নাহ এবং মীমে সাকিনের গুন্নাহ সম্পর্কে আলোচনা করা হবে।

ওয়াজিব গুন্নাহ কাকে বলে? (What is Wajib Ghunnah)

হরকতের বাম পাশে মীমে (مّ) বা নূনে(نّ) তাশদীদ  হলে তাকে ওয়াজিব গুন্নাহ বলে। গুন্নাহ এক আলিফ পরিমাণ লম্বা  করতে হয়।

ওয়াজিব গুন্নাহ কয়টি ও কি কি? 

ওয়াজিব গুন্নাহর হরফ হচ্ছে দুইটি।যথা-  মীম(م)   নূন(ن) । এই দুইটি হরফের উপর তাশদীদ আসলে মীম(م) এবং  নূন(ن)  কে গুন্নাহ করে পড়তে হয়। যেমনঃ  اَنَّ-اِنّ-اُنَّ / اَمَّ- اَمِّ-اَمُّ


ওয়াজিব গুন্নাহওয়ালা লফজের মাশ্‌ক


ওয়াজিব গুন্নাহওয়ালা লফজের মাশ্‌ক


ভিডিও




Post a Comment

0 Comments