আরবি হরফ পরিচিতি। 29 Arabic Letters (সহীহ কুরআন শিক্ষা পার্ট- 1)


আরবি অক্ষরসমূহ সম্পর্কে প্রাথমিক ধারণা

আরবি হরফ বাংলা উচ্চারণ সহ


নিচের এই আরবি হরফগুলোতো আমরা সবাই চিনি।যদিও আমি বলেছিলাম যে আমি শুধু আমরা যারা ভুল আরবি পড়া শিখেছি তাদের পড়া কিভাবে সঠিক করা যায় তা দেখাবো ।তারপরও এই হরফগুলো সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেয়া যাক।(যারা আমার প্রথম পোস্টটি দেখেননি তা দেখতে এখানে ক্লিক করুন ) 


 


আরবি বর্ণমালা

আরবি হরফ পরিচিতি। 29 Arabic Letters


আরবি হরফ কয়টি ? 

আরবি হরফ ২৯ টি।তার মধ্যে নুক.তাওয়ালা হরফ হলো ১৫ টি ।

যথা- ب ت ث ج خ ذ ز ش ض ظ غ ف ق ن ي   

এবং নুক.তা ছাড়া হরফ ১৪ টি ।

যথা- ا ح د ر س ص ط ع ك ل م و ه

 
এই হরফগুলোর কোনোটিকে মোটা করে পড়তে হয় আবার কোনোটিকে স্বাভাবিক ভাবে পড়তে হয় , কোনোটিকে শক্ত করে পড়তে হয় আবার কোনোটিকে পাতলা করে  পড়তে হয়।আবার  কোনোটিকে এক আলিফ লম্বা করে পড়তে হয় আর কোনোটিকে চার আলিফ লম্বা করে পড়তে হয়।এই পার্টে আমি এর একটি সাধারণ ধারণা দেয়ার চেষ্টা করবো।যখন মাখরাজ শিখা শুরু করবেন তখন ইংশাআল্লাহ এর একটি পুরোপুরি ধারণা পেয়ে যাবেন।(arbi shikkha in bangla) 
*আলিফ(ا) -এটি উচ্চারণ করতে উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের পেটে লাগবে ।এক ঠোঁট আরেক ঠোঁটের সাথে লাগবেনা।
*বা(ب)-স্বাভাবিক অবস্থায় মিলানো ঠোঁট খোলে দিয়ে 'বা' উচ্চারণ করতে হয়।
* তা(ت)- এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে।  
*ছা(ث )- এক আলিফ পরিমাণ লম্বা করে পাতলা আওয়াজ করে পড়তে হবে। 
*জীম(ج )- চার আলিফ পরিমাণ লম্বা হবে। শক্ত আওয়াজে পড়তে হবে। 
*হা(ح)- এক আলিফ পরিমাণ লম্বা হবে।কণ্ঠনালীর মাঝখান থেকে গরম বাতাসের সাহায্যে   উচ্চারিত হবে ।উচ্চারণে  বাংলা আকার প্রকাশ পাবে। (quran shikkha)
*খ(خ)- এই হরফ মোটা উচ্চারিত হবে। বাংলা 'খ' এর সাথে আকার প্রকাশ পাবে না। 
*দাল(د)- চার আলিফ লম্বা হবে এবং স্বাভাবিক উচ্চারণ হবে।
*যাল(ذ)- চার আলিফ লম্বা হবে এবং নরম উচ্চারণ হবে। 
*র(ر)- এই হরফ মোটা উচ্চারিত হবে। 'র' এর সাথে আকার প্রকাশ পাবে না।
*যা(ز)- এক আলিফ পরিমাণ লম্বা হবে।  
*সীন(س)- চার আলিফ পরিমাণ লম্বা হবে।
*শীন(ش)- চার আলিফ পরিমাণ লম্বা হবে।শুরুতে শীশ দিয়ে  আওয়াজ হবে। 
*ছ্বদ(ص)- চার আলিফ পরিমাণ লম্বা হবে।মোটা আওয়াজে পড়তে হবে। 
*দ্বদ(ض)- চার আলিফ পরিমাণ লম্বা হবে।মোটা আওয়াজে পড়তে হবে। 
*ত্ব(ط)- এক আলিফ পরিমাণ লম্বা হবে। জিহবার আগা উপরের দাঁতের গোঁড়ায়  ভিতর দিয়ে ধাক্কা দিয়ে  মুখ খুলে দিবে। 
*জ্ব (ظ)-এক আলিফ পরিমাণ লম্বা হবে।মোটা ও নরম  উচ্চারণ হবে।
*আঈন(ع)- চার আলিফ পরিমাণ লম্বা হবে।
*গঈন(غ)- চার আলিফ পরিমাণ লম্বা হবে।মোটা আওয়াজে  হবে।  বাংলা 'গ' এর সাথে আকার প্রকাশ পাবে না। 
*ফা(ف)- এক আলিফ পরিমাণ লম্বা হবে। 
*ক্বফ(ق)- শক্ত করে বলতে হয়। 
*কাফ(ك)- চার আলিফ পরিমাণ লম্বা হবে। স্বাভাবিক উচ্চারণ হবে। 
*লাম(ل)- চার আলিফ পরিমাণ লম্বা হবে। 
*মীম(م)- চার আলিফ পরিমাণ লম্বা হবে। 
*নূন(ن)- চার আলিফ পরিমাণ লম্বা হবে। 
*ওয়াও(و)- চার আলিফ পরিমাণ লম্বা হবে। 
*হা(ه)- স্বাভাবিক উচ্চারণ হবে। এক আলিফ পরিমাণ লম্বা হবে। 
*হামযাহ্‌(ء)-বাংলা 'য' এর সাথে আকার দিয়ে পরে 'হ' হসন্ত যোগ হবে।
*য়া(ي)- চার আলিফ পরিমাণ লম্বা হবে।

বিষয়গুলো আরেকটু পরিষ্কারের জন্য নিচের ভিডিও দেখতে পারেন- (আরবি হরফ উচ্চারণ)



Post a Comment

7 Comments