নূন সাকিন ও তানভীন শিক্ষা
নূন সাকিন কাকে বলে?
জযমযুক্ত নূনকে নূন সাকিন বলে।অর্থাৎ যে নূনের ওপর জযম ( ٨ ٫) থাকে তাকে নূন সাকিন বলে।
যথা-اَنْ – اِنْ -اُنْ
তানভীন কাকে বলে?
দুই যবর ( ً ), দুই যের ( ٍ ) ও দুই পেশকে ( ُ ) তানবীন বলে।
যথা- بً – بٍ – بٌ
দুই যবর ( ً ), দুই যের ( ٍ ) ও দুই পেশকে ( ُ ) তানবীন বলে।
যথা- بً – بٍ – بٌ
নূন সাকিন ও তানভীন (উচ্চারণে) একই রকম।যেমন-
(بََا) বা + দুই যবর = বান
(بَنْ) বা + নূন যবর = বান
নূন সাকিন ও তানভীন চার প্রকার।(define rules of noon saakin and tanween)
যথা-
(১) ইক্বলাব
(২) ইদগাম
(৩) ইযহার ও
(৪) ইখফা।
- ইক্বলাবের হরফ একটি : ب
- ইদগামের হরফ ছয়টি : ي, ر, م , ل , و , ن
- ইযহারের হরফ ছয়টি : ء,ه ,ع ,ح,غ , خ
- ইখফার হরফ পনেরটি : ت, ث,ج , د,ذ, ز, س , ش্ ص, ض,ط, ظ,ف, ق, ك
ইক্বলাব
ইক্বলাব অর্থ বদল বা পরিবর্তন।নূন সাকিন বা তানভীনের পরে ইক্বলাবের হরফ (ب) আসলে উক্ত নূন সাকিন বা তানভীনকে মীম দ্বারা পরিবর্তন করে গুন্নাহর সহিত পড়তে হয়।যেমন- مِنْ بَعْدِ , سَمِيعٌ بَصِيرٌ
পড়ার নিয়মঃ মীম-বা'দী,সামীয়ুম বাছির।
এখানে নূন সাকিনের পড়ে ইক্বলাবের হরফ (ب) আসায় নূন সাকিন কে ইক্বলাব করে গুন্নাহর সাথে পড়তে হবে।
ইদগাম
ইদগাম অর্থ মিলানো বা সংযুক্ত করা। ইদগাম দুই প্রকার।যথা-
(১) ইদগামে বাগুন্নাহ
(২) ইদগামে বেলাগুন্নাহ
ইদগামে বাগুন্নাহ
ইদগামে বাগুন্নাহর হরফ চারটি।যথা- ي , و, م, ن
নূন সাকিন ও তানভীন এর পর এই হরফ গুলি
আসলে উক্ত নূন সাকিন ও তানভীনকে ঐ হরফ দ্বারা পরিবর্তন করে (প্রথমটিকে দ্বিতীয়টির মাঝে সংযুক্ত করে) গুন্নাহর সাথে পড়তে
হয়। যেমন-
ْمَنْ يَّعْمَل
ইদগামে বেলাগুন্নাহ
ইদগামে বেলাগুন্নাহর হরফ দুইটি।যথা- ر, ل
নূন সাকিন ও তানভীন এর পর এই দুইটি হরফ এর
যে কোন একটি হরফ আসলে উক্ত নূন সাকিন ও তানভীনকে ঐ হরফ দ্বারা পরিবর্তন করে(প্রথমটিকে দ্বিতীয়টির মাঝে সংযুক্ত করে) গুন্নাহ ছাড়া পরিস্কার করে পড়তে
হয়। যেমন-
مِنْ لَّدُنْكَ
ইযহার
ইযহার অর্থ গুন্নাহ ব্যতীত পরিস্কার বা স্পষ্ট ।নূন সাকিন ও তানভীন এর পর ইযহারের ছয়টি হরফের
যেকোনো একটি হরফ আসলে উক্ত নূন সাকিন ও তানভীন কে স্পষ্ট করে পড়তে
হয়।যেমন- مِنْ خَوْفٍ , مِنْ اَجَل
ইখফা
ইখফা অর্থ গোপন করা।নূন সাকিন ও তানভীন এর পর ইখফার পনেরটি হরফের
যেকোনো একটি হরফ আসলে উক্ত নূন সাকিন ও তানভীন কে নাকের বাঁশিতে গোপন করে গুন্নাহর সাথে পড়তে
হয়।যেমন- لنْ تفعلو – خيرً كثير
বিঃদ্রঃ ইখফা গুন্নাহর উচ্চারণ ইদগামে বাগুন্নাহ ও ইযহারের মাঝামাঝি।এটি বাংলা ং (অনুস্বর) এর মতো হবে অনেকটা।
ভিডিও
2 Comments
GG
ReplyDeleteHelpful. Mashallah.👌🥰.
ReplyDelete