মাদ্দ অর্থ দীর্ঘ করা বা লম্বা করা। পরিভাষায় টেনে বা দীর্ঘ করে পড়াকে মাদ্দ বলে।
মাদ্দের হরফ তিনটি। যেমনঃ ( ا, و , ى )
মাদ্দ কত প্রকার ও কি কি? (Types of Madd)
মাদ্দ মোট ১০ প্রকার।যথাঃ
(১) মাদ্দে তবায়ী (Madd E Tabee'ee)
(২) মাদ্দে বদল (Madd E Badal )
(৩) মাদ্দে লীন (Madd E Leen)
(৪) মাদ্দে আরেজী (Madd E Aaridh)
(৫) মাদ্দে মুনফাসিল (Madd E Munfasil)
(৬) মাদ্দে মুত্তাসিল (Madd E Muttasil)
(৭) মাদ্দে লাযিম কালমী মুসাক্কাল (Madd E Laazim Kalimi Muthaqqal)
(৮) মাদ্দে লাযিম কালমী মুখাফ্ফাফ (Madd E Laazim Kalimi Mukhaffaf)
(৯) মাদ্দে লাযিম হরফী মুসাক্কাল (Madd E Laazim Harfi Muthaqqal)
(১০) মাদ্দে লাযিম হরফী মুখাফ্ফাফ (Madd E Laazim Harfi Mukhaffaf)
এক আলিফ মাদ্দ কত প্রকার?
এক আলিফ মাদ্দ তিন প্রকার। যথাঃ
(১) মাদ্দে তবায়ী (Madd Tabee'ee)
(২) মাদ্দে বদল (Madd Badal )
(৩) মাদ্দে লীন (Madd Leen)
মাদ্দে তবায়ী কাকে বলে?
যবরের বাম পাশে খালি আলিফ (ا), যেরের বাম পাশে যযম ওয়ালা ইয়া (يْ), পেশের বাম পাশে যযম ওয়ালা ওয়াও (وْ) হলে এক আলিফ টেনে পড়তে হয়, তাকে মাদ্দে তবায়ী বলে বা মাদ্দে আছলী বলে। (madd asli meaning)
আবার খাড়া যবর ( ٰ ), খাড়া যের ( ٖ ), উল্টা পেশ ( ٗ ) থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। যেমনঃ ( قٰلَ, بِهٖ, لَهٗ )
মাদ্দে বদল কাকে বলে?
মাদ্দের হরফের পূর্বে “হামযাহ” আসলে এক আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে বদল বলে।আবার হামযায় খাড়া যবর ( ٰ ), খাড়া যের ( ٖ ), উল্টা পেশ ( ٗ ) হলে তাকেও মাদ্দে বদল বলে । যেমনঃ
١ِيمَانََا |
١ُوْمِنَ |
١ٰمَنَ |
١ٰمِيْنُٗ |
١ٖلٰفِ |
١ُوْتِيَ |
লীনের হরফ শিক্ষা
লীনের হরফ কয়টি?লীনের হরফ ২টি।যথাঃ
যবর এর বাম পাশে যযম ওয়ালা ওয়াও (وْ)
যবর এর বাম পাশে যযম ওয়ালা ইয়া (يْ)
মাদ্দে লীন কাকে বলে?
এক আলিফ পরিমাণ লম্বা বলতে কতটুকু বোঝায়?
দুটি হরকত পড়তে যতোটুকু সময় লাগে এক আলিফ টেনে পড়তে ততোটুকু সময় লাগে।আবার , একটি আংগুল স্বাভাবিক গতিতে বন্ধ থেকে খুলে সোজা করতে যে সময় লাগে সেই সময় পরিমান হচ্ছে এক আলিফ।
তিন আলিফ মাদ্দ দুই প্রকার। যথাঃ
(১) মাদ্দে আরেজী (Madd Aaridh)
(২) মাদ্দে মুনফাসিল (Madd Munfasil)
মাদ্দের হরফের পরে ওয়াক্ফ করলে এবং পরবর্তী হরফটি অস্থায়ী সাকিন হলে তিন আলিফ টেনে পড়তে হয়। ইহাকে মাদ্দে আরেজী বলে। যেমনঃ يَعْلَمُوْنَ , حِسَابُٗ
মাদ্দের হরফের বাম পাশে আলিফের ছুরতে হামযাহ আসলে তাকে মাদ্দে মুনফাসিল বলে। ইহাকে তিন আলিফ লম্বা করে পড়তে হয়।যেমনঃ لَآاِلٰهَ اِلَّااللّٰهُ
চার আলিফ মাদ্দ কত প্রকার?
এক আলিফ মাদ্দ পাঁচ প্রকার। যথাঃ
(১) মাদ্দে মুত্তাসিল (Madd Muttasil)
(৩) মাদ্দে লাযিম কালমী মুখাফ্ফাফ (Madd Laazim Kalimi Mukhaffaf)
(৫) মাদ্দে লাযিম হারফী মুখাফ্ফাফ (Madd Laazim Harfi Mukhaffaf)
একই শব্দে মাদ্দের হরফের পরে তাশদীদ যুক্ত হরফ আসলে চার আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে লাযিম কালমী মুসাক্কাল বলে।যেমনঃ ضَآلََّا, دَآبَّةِ
মাদ্দে লাযিম কালমী মুখাফ্ফাফ কাকে বলে?
একই শব্দে মাদ্দের হরফের পরে যজম যুক্ত হরফ আসলে চার আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে লাযিম কালমী মুখাফ্ফাফ বলে।যেমনঃ اٰلْٓئٰنَ , اٰلْٓاٰنَ
মাদ্দে লাযিম হারফী মুসাক্কাল কাকে বলে?
কোনো শব্দ বা কালিমা ব্যতীত শুধু হরফের মধ্যে মাদ্দের হরফের পর তাশদীদ যুক্ত সাকিন আসলে চার আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে লাযিম হারফী মুসাক্কাল বলে।যেমনঃ الٓمّٓ , طٰسٓمّٓ
মাদ্দে লাযিম হারফী মুখাফ্ফাফ কাকে বলে?
কোন শব্দ বা কালিমা ব্যতীত শুধু হরফের মধ্যে মাদ্দের হরফের পর যজম যুক্ত সাকিন আসলে চার আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে লাযিম হারফী মুখাফ্ফাফ বলে।যেমনঃ عٓسٓقٓ, قٓ, نٓ
ভিডিও নিচে দেয়া হলোঃ
2 Comments
জাযাকাল্লাহ।
ReplyDeleteনাইস জাজাকাল্লাহ
ReplyDelete