মশা নিয়ে কুরআনে অদ্ভুত সুন্দর বৈজ্ঞানিক তথ্য | Miracle of Mosquito in Quran

মশা নিয়ে কুরআনে অদ্ভুত সুন্দর বৈজ্ঞানিক  তথ্য

 

 পবিত্র কুরআনে সূরা আল বাকারার ২৬ নাম্বার আয়াতে মহান আল্লাহ তা'য়ালা বলেন,

اِنَّ اللّٰہَ لَا یَسۡتَحۡیٖۤ اَنۡ یَّضۡرِبَ مَثَلًا مَّا بَعُوۡضَۃً فَمَا فَوۡقَہَا ؕ  فَاَمَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا فَیَعۡلَمُوۡنَ اَنَّہُ الۡحَقُّ مِنۡ رَّبِّہِمۡ ۚ  وَاَمَّا الَّذِیۡنَ کَفَرُوۡا فَیَقُوۡلُوۡنَ مَاذَاۤ اَرَادَ اللّٰہُ بِہٰذَا مَثَلًا ۘ  یُضِلُّ بِہٖ کَثِیۡرًا ۙ  وَّیَہۡدِیۡ بِہٖ کَثِیۡرًا ؕ  وَمَا یُضِلُّ بِہٖۤ اِلَّا الۡفٰسِقِیۡنَ ۙ

আল্লাহ পাক নিঃসন্দেহে মশা বা তদুর্ধ্ব বস্তু দ্বারা উপমা পেশ করতে লজ্জাবোধ করেন না। বস্তুতঃ যারা মুমিন তারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে, তাদের পালনকর্তা কর্তৃক উপস্থাপিত এ উপমা সম্পূর্ণ নির্ভূল ও সঠিক। আর যারা কাফের তারা বলে, এরূপ উপমা উপস্থাপনে আল্লাহর মতলবই বা কি ছিল। এ দ্বারা আল্লাহ তা’আলা অনেককে বিপথগামী করেন, আবার অনেককে সঠিক পথও প্রদর্শন করেন। তিনি অনুরূপ উপমা দ্বারা অসৎ ব্যক্তিবর্গ ভিন্ন কাউকেও বিপথগামী করেন না।

এখানে আল্লাহ তা'য়ালা মশা বলতে আরবি যে শব্দ ব্যবহার করেছেন তা হল " بَعُوۡضَۃً " যা স্ত্রীবাচক শব্দ। এই শব্দ দ্বারা মূলত মহিলা/নারী মশাকে বুঝানো হয়েছে ।

আমরা সাধারণত কাউকে নির্দিষ্ট করে পরিচয় দিতে শুধু "মানুষ" না বলে "ছেলে/মেয়ে" উল্লেখ করে থাকি। ঠিক তেমনিভাবে আল্লাহ তা'য়ালা " بَعُوۡضَۃً " বলতে এখানে নির্দিষ্ট করে মহিলা মশাকে বুঝিয়েছেন।

এখন মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তা'য়ালা কেন মহিলা মশার কথা বলেছেন?

মশা বলতে আমরা বুঝি, যে প্রাণী আমাদের শরীর থেকে  রক্ত পান করে।এই মশা নিয়ে আমাদের যে ভুল ধারণা রয়েছে তা হল- মশা বেঁচে থাকার জন্য আমাদের রক্ত খায়।আ্সলে রক্ত মশার খাবার নয় বরং বেঁচে থাকার জন্য তারা বিভিন্ন ফল-মূল থেকে জুস হিসেবে খাদ্য গ্রহন করে থাকে।  যে মশা আমাদের শরীর থেকে রক্ত পান করে এটি হচ্ছে মহিলা মশা।পুরুষ মশা কখনও রক্ত পান করে না।তারা ফলের রস,উদ্ভিদ  ইত্যাদি খেয়ে থাকে। 

মশা কেন রক্ত খায়?

মূলত মহিলা্ মশার পেটে যখন ডিম আসে তখন সে রক্ত পান করে । রক্তে থাকা প্রোটিন তার ডিম ফুটে লার্ভা বের করতে সহায়তা করে।মশা যদি রক্ত পান না করে তাহলে তার ডিম থেকে বাচ্চা জন্ম নেয় না।তাই তারা মানুষ বা বিভিন্ন পশুর রক্ত খেয়ে থাকে।অন্যথায়,পুরুষ বা মহিলা উভয় মশার মূল খাবার হচ্ছে উদ্ভিদ এবং ফলের রস।

উপরে বর্ণিত আয়াতে আল্লাহ তা'য়ালা বলেছেন " মহিলা মশা বা তদুর্ধ্ব বস্তু "। প্রশ্ন আসতে পারে, মহিলা মশার উপরে কি থাকতে পারে যেখানে মহিলা মশা এত ছোট? 

হ্যা.... মশার থেকেও ভিন্ন পতঙ্গ রয়েছে যারা তাদের উপর প্রভাব বিস্তার করে বা তাদের থেকে রক্ত খায়। বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে মশার উপর যে বস্তু রয়েছে তার নাম হচ্ছে " ফ্লাইং প্যারাসাইট (Flying Parasite) " যা মশার শরীর থেকে রক্ত চোষে নেয়।

এখানে আল্লাহ তা'য়ালা বলছেন মহিলা মশার কথা এবং তদু্র্ধ্ব বস্তু..... আল্লাহ যদি শুধু মশার কথা বলতেন তাহলে নারী-পুরুষ একত্রিত হয়ে যেত সেক্ষেত্রে নাস্তিকেরা কুরআনকে ভুল বলত।আর  "ফ্লাইং প্যারাসাইট (Flying Parasite)" যা মহিলা মশার উপরেই থাকে। কেননা তারা তাদের রক্ত শোষণ করে। আর পুরুষ মশা তো রক্ত শোষণ করে না। 

সুবহানাল্লাহ, আল্লাহ তা'য়ালা ১৪১০ বছর পূর্বে কত নিখুঁতভাবে কুরআনে কথাটি বলেছেন।আল্লাহ উক্ত আয়াতেই বলেছেন এরুপ উপমা দ্বারা তিনি মানুষকে পথ প্রদর্শন করেন,কাউকে কাউকে বিপদগামী করেন।যারা অসৎ, পাপী তাদের ব্যতীত কাউকে তিনি বিপদগামী করেন না।

উৎসঃ https://youtu.be/oLGghl0DAYo

Post a Comment

0 Comments