ইংরেজি লেখার ক্ষেত্রে বাম থেকে ডান দিকে যাওয়া হয়, কিন্ত আরবি লেখার সময় ডান থেকে বাম দিকে আসা হয় কেন?

 

আরবি লেখার সময় ডান থেকে বাম দিকে আসা হয় কেন?


শুধু ইংরেজি নয় পৃথিবীর অনেক ভাষাই বাম দিক থেকে লেখা হয় আবার শুধু আরবী নয়,পৃথিবীর অনেক ভাষাই ডান দিক থেকে লেখা হয়।যেমনঃ উর্দু,ফার্সি।তবে আরবী ভাষা কেনো ডানদিক থেকে লেখা হয় তার কয়েকটা কারণ বলা যেতে পারে-(why arabic is written from right to left)

* মূলত যেদিন থেকে মানুষ পাথরে খোদাই করে লেখা বাদ দিয়ে কাগজ বা পাতায় লেখা শুরু করলো, সেদিন থেকেই বামদিক হতে ডান দিকে ভাষা লেখা শুরু হয়।

আরবে কাগজ আবিষ্কারের পূর্ব থেকেই পাথরে খোদাই করে গুরুত্বপূর্ণ বিষয়সমুহ লেখা হতো।যখন একজন ডানহাতি  কলম দিয়ে কাগজে লিখবেন, তখন লেখাটি পরিষ্কার দেখার জন্য তাকে বামদিক থেকেই লিখতে হবে। এতে ডান হাতের কলম দ্বারা লিখিত বর্ণগুলো চোখের আড়াল হয়না এবং লিখিত শব্দও পরিষ্কার দেখা যায়।

কিন্তু আরবরা যেহেতু কাগজে লেখার অনেক আগে থেকেই পাথরে খোদাই করে প্রয়োজনীয় বিষয় লিখে রাখতো সেক্ষেত্রে, একজন ডানহাতিকে হাতুড়ি ধরতে হতো ডানহাতে এবং চিসল বা খোদাই যন্ত্র ধরতে হতো বাম হাতে । বামহাতে চিসল ধরার ফলে তাকে পরিষ্কারভাবে বর্ণ দেখার জন্য লিখতে হতো ডানদিক থেকে বাম দিকে।(how is arabic written)

* ইসলামী শরীয়াতে ডানপন্থার বিশেষ মর্যাদা রয়েছে। আয়িশা (রা.) থেকে বর্ণিত, রাসূল (স) যথাসম্ভব সর্বক্ষেত্রে ডানপন্থা গ্রহণ করতেন। সুনানে নাসায়ী, হাদীস ৫০৫৯। পবিত্র কুরআনুল কারীমেও ডানপন্থী-বামপন্থী বলে দুটি শ্রেণীর উল্লেখ রয়েছে। অর্থাৎ, জান্নাতবাসীরা হলো ডানপন্থী আর জাহান্নামবাসীরা হলো বামপন্থী। এ কারণেই আল্লাহ তায়ালা কুরআনের ভাষাকে ডান দিক থেকে লেখার একটা ব্যবস্থা করেছেন।

* আরবী হচ্ছে কুরআনুল কারীমের ভাষা।আর কুরআনুল কারীম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব এবং মানব জাতির পথপ্রদর্শক।এদিকে ইসলামি শারীয়ায় ডান দিক থেকে প্রত্যেক ভালো কাজ শুরু করার গুরুত্ব ও মর্যাদা দেওয়া হয়েছে।তাই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআনের লেখাও ডান দিক থেকে শুরু হয়েছে। 

তবে অন্যান্য ভাষাগুলোর ক্ষেত্রে কেনো বাম দিক থেকে লেখার প্রচলন হয়েছে তার নিগূঢ় তত্ত্ব এখনো জানতে পারি নি। ধারণা করা যায়, অপরাপর ভাষাগুলো যেহেতু ভিন্ন জাতি থেকে উৎসারিত হয়েছে আর প্রতিটি জাতিরই একটি স্বাভাবিক ধারা হলো তারা অন্য জাতির নিয়ম-পদ্ধতি গ্রহণ করতে চায় না। সেটাকে তারা মানহানিকর মনে করে, সে দৃষ্টিকোণ থেকে ভাষা লেখার ক্ষেত্রে বামপন্থার উদ্ভব হয়ে থাকতে পারে। যদিও ভাষা হিসেবে সব ভাষাই মর্যাদাকর। ভাষা হিসেবে কোনো ভাষাকেই ছোট করে দেখার সুযোগ নেই।



Post a Comment

0 Comments