আমাদের সমাজে একটি কুপ্রথা প্রচলিত রয়েছে যে, বিয়ের জন্য কনে দেখতে গেলে বরের বাবা, ভাই, চাচা, মামা, ফুপাসহ যত আত্মীয়-স্বজন আছে সবাইকে নিয়ে যায়।অথচ ইসলামে পাত্রীকে শুধু পাত্রের দেখার অনুমতি দেওয়া হয়েছে।
এক্ষেত্রে অন্যান্য যাবতীয় খবরাখবর নেয়ার পর যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং পাত্রীকে পাত্র পক্ষের মহিলাদের মাধ্যমে দেখানো দ্বারা পছন্দ করে বিবাহের ইচ্ছা দৃঢ় হয়, তাহলেই কেবল সর্বশেষে পাত্র তার পাত্রীকে দেখতে পারবে।
এ ব্যাপারে হযরত মুগীরা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি জনৈক মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দেই এবং এই বিষয়টি রাসূল (স) কে বলি। তিনি আমাকে বললেন, তাকে কি তুমি দেখেছো? আমি 'না' বললে, তিনি আমায় তাকে দেখার জন্য বললেন।রাসূল (স) বললেন, কারণ এই দেখাটা তোমাদের মধ্যে সৌহার্দ্য সৃষ্টির জন্য বেশ উপযোগী হবে। তাই আমি মেয়েকে দেখার জন্য যাই। মেয়ের বাবা-মা সেখানে উপস্থিত ছিলেন এবং সে পর্দার আড়ালে লুকিয়ে ছিলো। তখন আমি তাদের বললাম, রাসূল (স) আমাকে নির্দেশ দিয়েছেন মেয়েটিকে দেখার জন্য। আমার এ কথায় মেয়ের মা-বাবা নিরব থাকলেন।
অন্য বর্ণনায় এসেছে, তারা যেন আমার এ কথাকে অপছন্দ করলেন (কারণ তারা বিবাহের পূর্বে পাত্রী দেখানোর পক্ষে ছিলেন না)। ইতিমধ্যে মেয়েটি বললো, রাসূল (স) যদি আপনাকে আদেশ করে থাকেন আমাকে দেখার জন্য, তাহলে আমি আপনার সামনে আসছি আর যদি রাসূল (স) আপনাকে নির্দেশনা না দিয়ে থাকেন, তাহলে আমার দিকে আপনি দৃষ্টি দিবেন না।
হযরত মুগীরা ইবনে শু'বা (রা) বলেন, এরপর আমি তাকে দেখি এবং বিবাহ করি।
(সুনানে ইবনে মাজাহ, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা- ৪২৪; হাদিস নং- ১৮৬৬)
উক্ত হাদীস দ্বারা স্পষ্ট বুঝা যায় যে, নিয়মতান্ত্রিকভাবে পাত্রী দেখা জায়েজ আছে। তবে পাত্রীকে দেখার ক্ষেত্রে নির্জনতাকে নিষিদ্ধ করা হয়েছে।এক্ষেত্রে মেয়ের বাবা বা ভাই অথবা কোন মাহরাম ব্যক্তিকে সেখানে উপস্থিত থাকা আবশ্যক বলে উল্লেখ করা হয়েছে।
তেমনিভাবে পাত্রীকে শুধু পাত্র দেখতে পারবে। পাত্র ছাড়া পাত্রের ভাই, বাবা, মামা, চাচা বা অন্য কোন মুরুব্বি পুরুষ দেখতে পারবেন না। তা কিছুতেই জায়েজ নয়।
পাত্রীর কতটুকু অংশ দেখা যাবে, এ নিয়ে সামান্য মতভেদ থাকলেও প্রায় সবাই একমত যে, পাত্রের জন্য পাত্রীর শুধু চেহারা ও দুই হাতের কব্জি দেখা যাবে।
মাথা নিচু করে পাত্রী বসে থাকবে আর পাত্র তাকে দেখবে- পাত্রের সাথে আসা মুরব্বিরা পাত্রীকে প্রশ্নবানে জর্জরিত করবে,তাকে হাঁটতে বলবে,গান গাইতে বলবে,চুল দেখাতে বলবে- এসব কখনই কাম্য নয়।মেয়েরা কোন পণ্য নয় যে তাকে সবার সামনে এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে।ইসলামে এইরকম করার অনুমতি দেয়া হয়নি।
0 Comments