পবিত্র কুরআনে সূরা আর-রুম এর ২-৩ নাম্বার আয়াতে মহান আল্লাহ তা'য়ালা বলেন,
غُلِبَتِ الرُّوۡمُ ۙরোমকরা পরাজিত হয়েছে,
فِیۡۤ اَدۡنَی الۡاَرۡضِ وَہُمۡ مِّنۡۢ بَعۡدِ غَلَبِہِمۡ سَیَغۡلِبُوۡنَ ۙ
নিম্নতর অঞ্চলে এবং তারা তাদের পরাজয়ের পর অতিসত্বর বিজয়ী হবে,
আল্লাহ তা'য়ালা এই আয়াতের মাধ্যমে একটি ভবিষ্যদ্বাণী এবং একটি বৈজ্ঞানিক তত্ত্ব দান করছেন। অনেক অনুবাদকগন এই আয়াতের অনুবাদ করতে গিয়ে লিখে থাকেন 'সবচেয়ে নিকটবর্তী স্থানে'। কিন্তু এই অর্থটি মোটেও যথার্থ নয়। এখানে যে আরবি শব্দ ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 'আদনা(اَدۡنَی)'। যার সঠিক অর্থ হচ্ছে 'সর্বনিম্ন'। 'নিকটবর্তী' সংজ্ঞা দেওয়ার জন্য 'আদনা(اَدۡنَی)' শব্দটি খুব কমই ব্যবহৃত হয়।আপনারা এই 'আদনা(اَدۡنَی)' শব্দটির অর্থ বিভিন্ন 'বাংলা থেকে আরবি' বা 'ইংরেজি থেকে আরবি' অথবা 'গুগোল ট্রান্সলেটর' ব্যবহার করে দেখতে পারেন।
এখানে গুগল ট্রান্সলেটরে 'আরবি টু বাংলা' তে গিয়ে 'আদনা(اَدۡنَی)' লিখে সার্চ করলে এর বাংলা আসে 'সর্বনিম্ন'। আবার 'আরবি টু ইংরেজী' তে গিয়ে সার্চ করলে ইংরেজী আসে 'minimum'।
তাহলে পবিত্র কুরআন এই 'আদনা' শব্দের অর্থ বুঝাচ্ছে 'সর্বনিম্ন স্থান', নিকটবর্তী স্থান নয়।
এখন দেখা যাক, এই আয়াতটি কেন নাযিল হয়েছিল এবং কোথায় রোমানরা পরাজিত হয়েছিল-
রোমানদের সাথে একবার পারস্যের যুদ্ধ সংঘটিত হয় এবং যুদ্ধে রোমানরা পরাজিত হয়।রোমানদের পরাজয়ে মক্কার কাফির-মুশরিকরা খুবই আনন্দিত হয়েছিল। কারণ পারস্যরা ছিল পৌত্তলিক এবং মক্কার কাফির ও মুশরিকরাও ছিল পৌত্তলিক। এইজন্য তারা খুবই খুশি হয়েছিল এবং মক্কার মুসলমানদের বলতো, আমরাও এইভাবে মুসলমানদের সাথে যুদ্ধে বিজয় লাভ করব। তাদের এইরকম কথায় মক্কার মুসলমানরা কিছুটা ভীত হয়েছিল এবং তারা অত্যন্ত কষ্টও পেয়েছিল। এসময় মহান আল্লাহ তা'য়ালা একটি সুসংবাদ স্বরূপ এই আয়াত নাযিল করেন।
রোমান যে স্থানে পরাজিত হয়েছিল সেটি হচ্ছে লোহিত সাগর যাকে মৃত সাগরও বলা হয়। এই লোহিত সাগরের তীরে রোমান ও পারস্যের যুদ্ধ সংঘটিত হয় এবং রোমানরা পরাজিত হয়।আর এই স্থানকেই মহান আল্লাহ তা'য়ালা বলেছেন সবচেয়ে নিচু স্থান বা আদনা। আর বিজ্ঞান ও আমাদেরকে এখন একই কথা বলছে।
বিজ্ঞান আমাদের বলছে লোহিত সাগরের কিনারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিচু স্থান যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৩ মিটার নিচু।
তাছাড়া এই আয়াতে আল্লাহ তা'য়ালা বলেছেন, রোমানরা অচিরেই বিজয় লাভ করবে। আর দেখা যায়, রোমানরা যেদিন পরাজিত হয়েছিল তার ঠিক ৯ বছর পরে তারা পারস্যের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় লাভ করে।
এই ভবিষ্যদ্বাণীটি কুরআনের এই আয়াত নাজিলের ৯ বছরের মাথায় সত্য প্রমাণিত হয়।
0 Comments