মাখরাজ শিক্ষা। Makhraj in Bangla(সহীহ কুরআন শিক্ষা পার্ট- 2)


সহজ পদ্ধতিতে মাখরাজ শিক্ষা


কিছু কথা...

প্রিয় ভাই ও বোনেরা আপনারা যদি মাখরাজ শিখে নেন তাহলে সহীহ কুরআন শিক্ষার ৪০% ই শিখে যাবেন।তাই আমি জোড় দিয়ে বলবো মাখরাজ ভালো করে শিখে নিন।একদিনে শিখে কোনো কিছুই ব্রেইনে স্থায়ী থাকেনা। তাই সময় নিন,আস্তে আস্তে শিখুন।

আজ তিনটা মাখরাজ শিখুন,আগামীকাল দুইটা শিখুন। তার পরের দিন এগুলো না দেখে প্র্যাকটিস করুন। এভাবে শিখলে ইংশাআল্লাহ মহান আল্লাহ তা'য়ালা আপনার শিখার পথ সহজ করে দিবেন।(learn quran in bangla)

Read More

সব কিছুর পিছনেই প্রবল ইচ্ছাশক্তির প্রয়োজন হয়। তাই এই কর্মব্যস্ত জীবনের কিছু সময় আল্লাহর জন্য ব্যয় করার ইচ্ছা মনের মধ্যে নিয়ে আসুন।যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাঁকে  সময় না দিয়ে আপনি যদি কর্ম ব্যস্ততার অজুহাত দেখান তাহলে বিশ্বাস করুন এই অজুহাত  কোনোদিনও শেষ হবেনা।তাই শুরুটা করুন আজ থেকেই।

মাখরাজ শিখাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আসুন সবাই মাখরাজ শিখি।আর হ্যা যদি সম্ভব হয় অভিজ্ঞ কাউকে নিজের পড়া বলে দেখে নিবেন এগুলো শুদ্ধভাবে শিখেছেন কি না....

মাখরাজ

প্রথমেই জেনে নেই মাখরাজ কাকে বলে এবং তা কয়টি?(makhraj meaning)

সহজভাবে বলতে গেলে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে অর্থাৎ যে হরফ যে জায়গা থেকে বের হয় ঐ জায়গাকে ঐ হরফের মাখরাজ বলে।আরবী হরফ হচ্ছে ২৯টি  আর তার মধ্যে  মাখরাজ ১৭টি।উচ্চারণ এর  স্থান হচ্ছে ৩টি। যথা-

১. ঠোঁট

২.মুখের ভিতর এবং

৩.কণ্ঠ নালী ( যাকে হলক বলা হয়)।

মাখরাজ পড়ার নিয়ম.... (makhraj chart)

আসুন এই ১৭ টি মাখরাজ কে সহজভাবে শেখার চেষ্টা করি-

Read More

প্রথমে তিনটি মাখরাজ শিখা যাক.....

এক নাম্বার মাখরাজ: হলকের অর্থাৎ কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয়- হামযাহ্ ( ء), হা ( ٥)

দুই নাম্বার মাখরাজ: হলকের অর্থাৎ কণ্ঠনালীর মধ্যখান হতে উচ্চারিত হয়- আইন(ع ) , হা( ح)

তিন নাম্বার মাখরাজ: হলকের  অর্থাৎ কণ্ঠনালীর শেষ হতে উচ্চারিত হয়- গঈন( غ) , খ(خ)

এক দিন সময় নিন এই তিনটি মাখরাজ মুখস্থ করুন তারপর আরো দুইটি শিখুন.....

চার নাম্বার মাখরাজ: জিহবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়- ক্বফ(ق)

পাঁচ নাম্বার মাখরাজ: জিহবার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর ওপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়- কাফ (ك)

এই পাঁচ টি মাখরাজ বারবার প্র্যাকটিস করুন এবং আরো পাঁচটি শিখুন..... 

ছয় নাম্বার মাখরাজ: জিহবার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়-  য়া(ي), শীন(ش), জীম(ج )

সাত নাম্বার মাখরাজ: জিহবার গোড়ার কিনারা উপরের মাঁড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়- দ্বদ(ض)

আট নাম্বার মাখরাজ: জিহবার আগার কিনারা সামনের উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়- লাম(ل)

Read More

নয় নাম্বার মাখরাজ: জিহবার আগা  তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়- নূন(ن)

দশ নাম্বার মাখরাজ: জিহবার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়- র(ر)

এই দশটি মাখরাজ প্র্যাকটিস করুন এবং বাকিগুলোও শিখে নিন.....(rules of reading quran in bangla)

এগারো নাম্বার মাখরাজ: জিহবার আগা  সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়- তা(ت), দাল(د), ত্ব(ط)

বারো নাম্বার মাখরাজ: জিহবার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়- যা(ز), সীন(س), ছ্বদ(ص)

তেরো নাম্বার মাখরাজ: জিহবার আগা সামনের উপরের দু্ই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়- ছা(ث ), যাল(ذ), জ্ব (ظ)

চৌদ্দ নাম্বার মাখরাজ: নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় - ফা(ف)

পনেরো নাম্বার মাখরাজ: দুই ঠোঁট হতে  ওয়াও(و), বা(ب), মীম(م) উচ্চারিত হয় ।

ষোল নাম্বার মাখরাজ: মুখের খালি জায়গা হতে  মদের হরফ উচ্চারিত হয়। মদের হরফ তিনটি।যথা-  যবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জযমওয়ালা ওয়াও এবং জেরের বাম পাশে জযমওয়ালা ইয়া। মদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়। যেমন- বা(با),বূ(بُؤْ),বী(بِئ)   

Read More

সতেরো নাম্বার মাখরাজ: নাকের বাঁশী হতে গুন্নাহ উচ্চারিত হয়।যেমন- আন্না(اَنَّ) , ইন্না(اِنَّ), আম্মা(اَمَّ) ইত্যাদি।

নিচের ভিডিওটি দেখতে পারেন তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন আশা করি।তাছাড়া আপনারা চাইলে আগের পর্ব দেখতে পারেন। সেখানে মাখরাজ নিয়ে আরো একটি ভিডিও দেয়া আছে।  আগের পর্ব দেখতে ক্লিক করুন


 

বিঃদ্রঃ আপনারা যারা বুঝতে পারছেন না আগের বা পরের পার্টের লিংক কিভাবে পাবেন তারা  মেনু অপশনে গিয়ে দেখতে পাবেন।সেখানে আমি সারিবদ্ধভাবে সবকিছু সাজিয়ে রেখেছি ।

Post a Comment

2 Comments