কলকলার হরফ
কলকলা কি?
কলকলা অর্থ আওয়াজের মধ্যে কম্পন সৃষ্টি হওয়া, প্রতিধ্বনি হওয়া।আপনি যদি কোন বন্ধ রুমে কথা বলেন তাহলে দেখা যাবে সেই কথাটি প্রতিধ্বনি হয়ে আবার আপনার কাছে ফিরে আসবে, এই প্রতিধ্বনিই হলো কলকলা।কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হয়।(Qalqalah meaning)
কলকলার হরফ কয়টি?
কলকলার হরফ ৫টি। যথা- ق، ط، ب، ج، د (qalqalah letters in quran)
এই ৫ টি হরফে যজম বা সাকিন হলে কলকলা করে পড়তে হয়।
যেসব ক্ষেত্রে কলকলা করতে হবে-
★কলকলার হরফে যজম বা সাকিন থাকলে।
★কলকলার হরফের আগের হরফে যবর, যের ও পেশ অর্থাৎ হরকত থাকলে। (সহীহ কুরআন শিক্ষা পদ্ধতি)
★কলকলার হরফের আগের হরফে যদি হরকত না থেকে অন্যকিছু থাকে অর্থাৎ দুই যবর, দুই যের বা দুই পেশ থাকে তাহলে তা কলকলা করে পড়া যাবে না।
Read More
লক্ষণীয় যে, সব জায়গায় এই কম্পনের মাত্রা এক রকম হয় না। অর্থাৎ যদি আয়াতের মধ্যে কলকলার হরফে যজম বা সাকিন হয় তাহলে কলকলার মাত্রাটা একটু ছোট হবে।আবার যখন আয়াতের শেষে কলকলার হরফে যজম বা সাকিন হলে কলকলার মাত্রা অনেক বড় হবে।(সহজ কুরআন শিক্ষা)
নিচের ভিডিও দেখলে আশা করি বিষয়গুলো পুরোপুরি পরিস্কার হয়ে যাবে-
3 Comments
Great work. Keep it up
ReplyDeletethank you
Deleteহাদীস কোরআন শিক্ষা - অনেক সুন্দর হয়েছে
ReplyDelete