শবে কদর কি একেক দেশে একেক দিনে হয়?

শবে কদর কি একেক দেশে একেক দিনে হয়?

লাইলাতুল কদর বা শবে কদর, এটি সারা পৃথিবীর সব অঞ্চলে একযোগে, একসঙ্গে, একটি রাতেই কি হয় নাকি একেক অঞ্চলের মানুষের লাইলাতুল কদর একেক রাতে হয়ে থাকে- এ বিষয়ে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে।

মূলত রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলোতে  লাইলাতুল কদর হওয়ার  সম্ভাবনা বেশি  থাকে। আবার শেষ দশকের যেকোনো রাতেও লাইলাতুল কদর হতে পারে- বিভিন্ন হাদিস থেকে আমরা এটি বুঝতে পারি।তবে এর মধ্য থেকে ২১,২৩,২৫,২৭,২৯ এসমস্ত বেজোড় রাতের কথা যেসব বর্ণনায় পাওয়া যায় সেগুলো দ্বারা ঐ রাতেই নির্দিষ্ট করে প্রতিবছর লাইলাতুল কদর হবে বা হয়ে থাকে এরকম চূড়ান্ত কিছু বুঝা যায়না।যার কারণে রাসূল (স) রমজানের শেষ দশকের প্রতি রাতেই ইবাদাত করতেন এবং আমাদেরকেও ইবাদাত করার জন্য উৎসাহ প্রদান করেছেন যাতে করে আমরা লাইলাতুল কদর পেতে পারি।

সারা পৃথিবীতে একযোগে, একটি রাতেই লাইলাতুল কদর হয় কি না- এই প্রশ্নের উত্তরে বলব "হ্যা হয়"। বেশিরভাগ স্কলারদের মতে, সারা পৃথিবীতে একটি রাতেই লাইলাতুল কদর হয়ে থাকে এবং সেই রাতটি নির্দিষ্ট। অর্থাৎ এই রাতেই সারা পৃথিবীতে লাইলাতুল কদর হবে। তবে এই রাতের গমন এবং আগমন অঞ্চল ভেদে ভিন্ন হতে পারে।

যেমনঃ আজকের রাতটি যদি ২৩ রমজান হয় তাহলে এটি বাংলাদেশের মানুষের জন্য বেজোড় একটি রাত।এই রাতটিকে  যদি মহান আল্লাহ তা'য়ালা লাইলাতুল কদর হিসেবে নির্ধারণ করে থাকেন তাহলে এই রাতটি পৃথিবীর প্রত্যেকটি অঞ্চলে ২৪ ঘন্টার ভিতরে ঘোরে ঘোরে আসবে ।এ রাতটি যখন যে অঞ্চলে আসবে (সেটা অন্য কোনো অঞ্চলে আমাদের রাত শেষ হওয়ার কয়েক ঘন্টা পরে শুরু হোক  বা আমাদের রাত শুরু হওয়ার পূর্বে অন্য কোনো অঞ্চলে সে রাতটি শেষ হয়ে গেছে) তখন সে অঞ্চলে লাইলাতুল কদর হবে। অর্থাৎ এ রাতটি ২৪ ঘন্টার মধ্যে যে অঞ্চলে যখনই থাকবে তখনই সে অঞ্চলে লাইলাতুল কদর হবে।

লক্ষণীয় যে, এখানে রাত একটাই থাকছে এবং সেই রাতেই পৃথিবীর সব অঞ্চলে লাইলাতুল কদর হচ্ছে তবে সেই রাতটি কোনো অঞ্চলের মানুষের জন্য বেজোড় রাত আবার কোনো অঞ্চলের মানুষের জন্য জোড় রাত হতে পারে- অনেক উলামায়ে কেরাম এরকম ব্যাখ্যা দিয়েছেন। 

আবার অনেক উলামায়ে কেরাম এর ভিন্ন ব্যাখ্যাও প্রদান করেছেন।তারা বলেছেন, আল্লাহ তা'য়ালা লাইলাতুল কদর হিসেবে কোনো একটি রাতকে  কোনো বছরের জন্য চূড়ান্ত করে রেখেছেন।

যেমনঃ আল্লাহ তা'য়ালা যদি ২৫ তম রাতকে লাইলাতুল কদরের রাত নির্ধারণ করে থাকেন তাহলে সমস্ত পৃথিবীর মধ্যে  যে দেশে যখন ২৫ তম রজনী হবে সেই দেশে তখন লাইলাতুল কদর হবে- এরকম একটি ব্যাখ্যাও আছে।

যদিও বেশিরভাগ স্কলারদের মত হলো- একযোগে,একটি রাতেই লাইলাতুল কদর হবে, সেই রাতটি কোনো অঞ্চলে একটু আগে আসতে পারে আবার কোনো অঞ্চলে একটু পরে আসতে পারে কিন্তু রাত সেটাই থাকবে। এক্ষেত্রে কারো  জন্য রাতটি জোড় হতে পারে আবার কারো জন্য রাতটি বেজোড় হতে পারে এবং তা রমজানের শেষ দশকের মধ্যে হবে।

তাই আমরা পৃথিবীর যে প্রান্তেই বসবাস করি না  কেনো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রমজানের শেষ দশকের প্রতিটি রাতেই  ইবাদাত করা এবং বেজোড় রাতগুলোতে বেশি বেশি করে করা।এর মধ্যে কোন রাতে লাইলাতুল কদর হবে তা আমরা কেউই জানিনা।অতএব একেক অঞ্চলে একেক রাতে হচ্ছে নাকি একই রাতে হচ্ছে এ বিষয়ে জানা আমাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হলো আমি যেখানে অবস্থান করছি সেখানে রমজানের শেষ দশকের প্রতিটি রাতে ইবাদত করার চেষ্টা করা।আল্লাহ তা'য়ালা আমাদের সকলকে লাইলাতুল কদরে ইবাদত করার তৌফিক দান করুন এবং লাইলাতুল কদরের ইবাদতের ফজিলত  আমাদের প্রত্যেককে আহরণ করার তৌফিক নসিব করুন। 


উৎসঃ https://youtu.be/PpZrnfXRVr4

Post a Comment

0 Comments