পৃথিবীর সর্বপ্রথম ধর্ম কোনটি?


পৃথিবীর সর্বপ্রথম ধর্ম কোনটি

পৃথিবীর সর্বপ্রথম ধর্ম কোনটি? এই প্রশ্নের সাথে আরো  একটি প্রাসঙ্গিক প্রশ্ন হচ্ছে- 

মুহাম্মদ (স) আসার আগেও কি পৃথিবীতে ইসলাম ছিল?

অনেকেই মনে করেন ইসলাম ধর্ম মাত্র চৌদ্দশ বছর পূর্বে পৃথিবীতে এসেছে। আর মাত্র চৌদ্দশ বছর পূর্বে আসা ধর্ম কিভাবে পৃথিবীর সর্বপ্রথম ধর্ম হতে পারে। তাই আমরা প্রথমে দেখব ইসলাম ধর্ম কি আসলেই চৌদ্দশ বছর পূর্বে এসেছে-

আলোচনার প্রথমে একটি সংক্ষিপ্ত উদাহরণ দিতে চাই যাতে বিষয়টি বুঝা সহজ হয়।

আইফোনের সাথে তো আমরা সবাই পরিচিত।এই আইফোনের অনেকগুলো প্রজন্ম আছে যেমন আইফোন ১,২,৩.......১২। সর্বশেষ আইফোনের যে নতুন সংস্করণ এসেছে সেটি হচ্ছে আইফোন-১২ যা ২৩ অক্টোবর ২০২০ সালে চালু করা হয়।এখন কেও যদি আপনাকে বলে  আইফোন আজ থেকে ৫ বছর পূর্বে পৃথিবীতে ছিল না ।আইফোন এসেছে মাত্র ৭ মাস পূর্বে। তাহলে কি আপনি তার কথা বিশ্বাস করবেন? নাকি তাকে বুঝিয়ে বলবেন যে, আইফোন ৭ মাস পূর্বে আসেনি বরং আইফোনের সব থেকে লেটেস্ট ভার্সনটি এসেছে ৭ মাস পূর্বে।এর পূর্বেও পৃথিবীতে আইফোন ছিল ।আইফোনের প্রথম ভার্সনটি চালু করা হয় ২৯ শে জুন ,২০০৭ সালে।

লক্ষ্য করুন,২০০৭  সালে যখন প্রথম 'Apple' কোম্পানি এই আইফোন চালু করে তখন এর মধ্যে বেসিক কিছু জিনিস ছিল। যেমনঃ  টাচস্ক্রিন, মেসেজ করা, কল করা,ছবি তোলা, ভিডিও দেখা ইত্যাদি। এই জিনিসগুলো আমরা আইফোনের সব ভার্সনেই পেয়ে থাকি এমনকি আইফোন-১২ তে ও।এগুলো হল আইফোনের বেসিক ফিচার আর সময়ের সাথে সাথে এগুলোর সাথে নতুন নতুন টেকনোলজি যুক্ত হয়েছে। কাজেই  আপনি কখনো বলতে পারবেন না যে আইফোন মাত্র সাত মাস পূর্বে এসেছে বরং আপনাকে বলতে হবে, আইফোনের সবথেকে লেটেস্ট ভার্সন সাত মাস পূর্বে এসেছে।

ইসলাম কি?

ইসলাম বলতে বুঝায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর হুকুম মেনে চলা, আল্লাহ যে আদেশ-নিষেধ দিবেন সেগুলো মান্য করা। আল্লাহ তা'আলা পবিত্র কুরআন পৃথিবীতে নাযিল করেছেন চৌদ্দশ পঞ্চাশ বছর পূর্বে। এই পবিত্র কুরআন হচ্ছে সর্বশেষ আসমানী কিতাব। কুরআনের পূর্বে পৃথিবীতে আরো একশত তিন খানা আসমানি কিতাব এসেছে তবে পবিত্র কুরআন হচ্ছে সবথেকে আপগ্রেডেড কিতাব ঠিক ওই আইফোন-১২ এর মতো।যার বেসিক হচ্ছে মহান আল্লাহর কাছে আত্নসমর্পণ করা।

এখন দেখা যাক হযরত মুহাম্মদ (স) এর পূর্বে পৃথিবীতে ইসলাম ছিলো কি না-

আমরা জানি যে, হযরত মুসা (আ) এর উপর  'তাওরাত' নাযিল হয়। তাওরাতেও বলা হয়েছিলো- আল্লাহ এক, মুসা (আ) আল্লাহর রাসূল এবং সবাইকে আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলতে হবে অর্থাৎ আল্লাহর কাছে সবাইকে আত্মসমর্পণ করতে হবে।এটি ছিলো হযরত মুসা (আ) এর সময়কার ইসলাম।

আবার যখন ঈসা (আ) এর উপর 'ইঞ্জিল' নাজিল হলো তখন ঈসা (আ) মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন এবং তিনি ছিলেন সেই সময়ের রাসূল। ইঞ্জিল ছিল ওই সময়ের মানুষদের জন্য আপডেটেড কিতাব।কালক্রমে মানুষ আরো উন্নত হয়, অপরাধের ধরণ বদলে, তাই নতুন আসমানী কিতাব নাযিল হয় শেষ নবী হযরত মুহাম্মদ (স) এর উপর।আর এই পবিত্র কুরআন হচ্ছে সবথেকে আপডেটেড কিতাব যা থাকবে কিয়ামতের পূর্ব পর্যন্ত।

এভাবে যুগে যুগে কিতাবগুলো আপডেট করা হয়। কিন্তু এর বেসিক যে বিষয়টি 'আল্লাহর কাছে আত্মসমর্পণ করা' তা চৌদ্দশ বছর পূর্বেও ছিল, দুই হাজার বছর পূর্বও ছিল আবার দশ হাজার বছর পূর্বেও ছিল অর্থাৎ সৃষ্টির শুরু থেকেই ছিল। 

সৃষ্টির প্রথম মানুষ হচ্ছেন হযরত আদম (আ) যাকে মহান আল্লাহ তা'য়ালা সৃষ্টিই করেছেন তাঁর দাসত্ব করার জন্য। আর তাঁকে যখন সৃষ্টি করা হল তখন তিনিও মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন।এই আত্মসমর্পণকে আরবিতে বলা হয় 'ইসলাম', বাংলায় 'আত্মসমর্পণ', ইংরেজিতে 'সারেন্ডার'। যেহেতু কুরআন আরবি ভাষায় নাযিল হয়েছে তাই আমরা আরবিতে বলি 'ইসলাম'। যদি কুরআন নাযিল হতো ইংরেজিতে তাহলে আমরা বলতাম, এই ধর্মের নাম 'সারেন্ডার', যদি বাংলায় নাযিল হতো তাহলে বলতাম 'আত্মসমর্পণকারী ধর্ম'।

অর্থাৎ ঈসা (আ), মুসা (আ) বা তাদের পূর্বে যত নবী রাসূলগণ এসেছিলেন তাদের সময়ও ইসলাম ছিল কিন্তু তাদের ভাষাটা ছিল অন্যরকম। আদম (আ) থেকে শুরু করে যুগে যুগে যতো নবী-রাসূলগণ এসেছেন  সবাই আল্লাহর কাছে আত্নসমর্পণ করেছেন এবং ইসলাম পালন করেছেন।

কাজেই এ বিষয়টি পরিষ্কারভাবে বুঝা যায় যে ইসলাম মাত্র চৌদ্দশ বছর পূর্বে আসেনি, ইসলাম সৃষ্টির শুরু থেকেই ছিল এবং এই ইসলামই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ধর্ম।

উৎসঃ https://youtu.be/hJ4FtdK8MPs

Post a Comment

0 Comments